শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামে শাশুড়ি সফুরা খাতুনকে (৬৮) হত্যার অভিযোগে পুত্রবধূ রিজিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। নিহত সফুরা খাতুন ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী। সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধা সফুরার সঙ্গে দুই পুত্রবধূর প্রায়ই ঝগড়া হতো। পুত্রবধূরা মিলে শাশুড়িকে মারধর করত। সোমবার রাতে শাশুড়ি মারা গেছেন বলে দুই পুত্রবধূ কান্নাকাটি শুরু করেন। এরপর প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সেই সঙ্গে দুই পুত্রবধূসহ পরিবারের ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, নিহতের এক পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সালাউদ্দীন কাজল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।