পাতা কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মুনিব হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুনিব হোসেন ওই গ্রামের জামরুল হোসেনের ছেলে। বজ্রপাতে তার বাবা জামরুল হোসেন এবং মা মুক্তারা বেগমও গুরুতর আহত হয়েছেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, সকাল ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে পাতা কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় মুনিব হোসেন। এ সময় তার বাবা-মা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।