টুপির কারখানায় পাওয়া গেল ১৫০ মণ পেঁয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের একটি টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালিয়ে মজুদ ১৫০ মণ পেঁয়াজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই টুপি কারখানায় অভিযান চালান।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজদিয়া গ্রামের টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুদ করা ১৫০ মণ পেঁয়াজ জব্দ করেন। পেঁয়াজ মজুদ করার দায়ে কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দ করা পেঁয়াজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।