সুন্দরবন এলাকায় ১১০টি পরিবারে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়েপড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নিম্নআয়ের ১১০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মোংলা এনেক্স ও মামার ঘাট সংলগ্ন বাজার এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন ইমতিয়াজ আলম জানান, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়েপড়া মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।

jagonews24

কোস্টগার্ডের বিভিন্ন ইউনিটির মতো পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবারও মেংলা এনেক্স এবং মামার ঘাট সংলগ্ন বাজার এলাকায় দরিদ্র জেলেসহ নিম্নআয়ের ১১০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর আগে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেসহ দরিদ্র পরিবারের মাঝে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। দেশে সার্বিক করোনা পরিস্থিতিতে উন্নতি না হওয়া পর্যন্ত সুন্দরবনসহ তৎসংলগ্ন এলাকায় কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

শওকত আলী বাবু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।