মুন্সিগঞ্জে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে তিনজন, টঙ্গীবাড়ীতে একজন, গজারিয়ায় একজন, লৌহজংয়ে দুইজন, শ্রীনগরে তিনজন, ও সিরাজদিখানের তিনজন রয়েছেন। এ নিয়ে সর্বশেষ হিসাব অনুযায়ী মুন্সিগঞ্জ সদরে ছয়জন, গজারিয়ায় আটজন, টঙ্গীবাড়ীতে আটজন, সিরাজদিখানে ছয়জন, শ্রীনগরে চারজন এবং লৌহজং উপজেলায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত ২৪৫ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। যার মধ্যে ২১১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে শুক্রবার পাঠানো ৩৪টি রির্পোট এখনও আসেনি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সন্দেহভাজন ৩৭ জনের পজিটিভ এসেছে। বাকি ১৭৪ জন ভালো আছেন। তাদের করোনা নেই। এই ৩৭ জনের অধিকাংশই নারায়ণগঞ্জ লিঙ্কের।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।