নীলফামারীতে আরও তিনজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নীলফামারীতে এক কিশোরীসহ আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ওই তিনজনের মধ্যে দুইজন জেলা সদরের চাপড়া সরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার ডিংডিং গ্রামের ও অপরজন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্ব শালহাটি গ্রামের এক কিশোরী (১৫)।

নাউতরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন বলেন, গত ২৯ মার্চ সাভারের আশুলিয়ায় সে বাড়িতে আসে। ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

জানা গেছে, জেলা সদরের চেয়ারম্যানপাড়া ডিংডিং গ্রামের এক যুবক (২৬) ও এক কিশোর (১৬) নারায়াণগঞ্জের একটি বেকারির শ্রমিক। তারা সম্প্রতি নিজ বাড়িতে ফিরলে করোনার উপসর্গ দেখা দেয়।

অন্যদিকে ডিমলার ওই কিশোরী আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। সেও করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত দুইদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠায়। শুক্রবার সন্ধ্যায় ওই তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।