ঢাকা থেকে বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। আক্রান্ত হওয়া ওই যুবক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিস্টোফার্মায় কর্মরত। তিনি রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে থাকতেন। গত শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্ত যুবক জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের বাসিন্দা।

ওয়াহিদুজ্জামান বলেন, শুক্রবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে ফোনে একজনের নমুনা পজিটিভ বলে জানানো হয়।

তিনি আরও বলেন, জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫২ জনের। যার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ভূঞাপুরে চারজন, নাগরপুরে তিনজন, মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন ও মধুপুরে একজন। ওই যুবক আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ১৪ এপ্রিল জেলার ভূঞাপুরের জিগাতলায় এক ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়। ভূঞাপুরের ওই আক্রান্ত ব্যক্তির সঙ্গে নাগরপুরের এই যুবক একই অফিসে চাকরি করতেন।

এর আগে গত ৮ এপ্রিল মির্জাপুর উপজেলায় নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন উপজেলায় আরও আটজন করোনায় আক্রান্ত হনয়। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১০ জন।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।