নড়াইলে দু’জন আক্রান্ত হলেও একজনের পরিচয় জানে না স্বাস্থ্য বিভাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০

নড়াইলে দু’জন করোনা আক্রান্ত বলে আইইডিসিআর থেকে জানানো হলেও একজনের নাম-ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নড়াইলের স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনও তেমন কোনো তথ্য দিতে পারেনি।

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকা আইইডিসিআর’র ওয়েবসাইটে নড়াইলে করোনায় দু’জনকে আক্রান্ত দেখানো হয়েছে। একজন লোহাগড়ার সৈয়দ সুজন আলী (২৫)। অন্যজন ঢাকা ইমপালস হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হলে নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ আসে। কিন্তু তার নাম-ঠিকানা এবং তার সর্বশেষ কী অবস্থা সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে এসে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হলে ১৩ এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে। সুজন এখন নিজ বাড়িতে আইসলেশনে রয়েছেন।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ঢাকার আইইডিসিআর থেকে নড়াইলে দু’জন করোনায় আক্রান্তের তথ্য দেওয়া হয়েছে। এর একজন লোহাগড়ার সুজন। অন্যজন সম্প্রতি ঢাকা ইমপালস হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হলে তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। কিন্তু তার নাম-ঠিকানা এবং তার অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে শুনেছি তার বাড়ি কালিয়া উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়ায়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, চাঁচুড়ী-পুরুলিয়াসহ বিভিন্ন এলাকায় এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কিন্তু এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।