খুমেক চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২০

খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সাথে রেস্টহাউসে থাকা আরও ৫-৬ জন চিকিৎসককে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে খুলনায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যথা ও গায়ে ব্যথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি জানান, এই ডাক্তার রেস্টহাউসে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হবে। করোনা হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ওই রেস্টহাউসে থাকা আরও ৫-৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

খুমেকের ল্যাব সূত্রে জানা গেছে, শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়, বাকিগুলোর নেগেটিভ আসে।

এর আগে গত ১৪ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।