মানিকগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৯ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

মানিকগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয়জন। নতুন আক্রান্ত রোগীর বাড়ি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রামে। এ ঘটনায় ওই গ্রামকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত রোগী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে গোপালপুর ভাদুটিয়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন আক্রান্ত রোগীকে যে পল্লী চিকিৎসক প্রথমে চিকিৎসা দিয়েছিলেন
তার বাড়িও লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্ত ব্যক্তি বৈঠকী গানের একজন শিল্পী বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদুল্লাহ জানান, শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী গত ১১ এপ্রিল সদর হাসপাতালে ভর্তি হন। ১৬ এপ্রিল তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়েছে।

এর আগে জেলার সিংগাইর উপজেলায় তাবলিগ জামাত থেকে আসা তিন মুসল্লি, শিবালয়ের এক পুলিশ কনস্টেবল, হরিরামপুরে এক যুবলীগ নেতার করোনাভাইরাসস শনাক্ত হয়। যুবলীগ নেতা শারীরিকভাবে সুস্থ থাকায় তাকে বাড়িতে রাখা হয়েছে। বাকিরা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।