মুন্সিগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২০

মুন্সিগঞ্জে নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। শনিবার পাঠানো সন্দেহভাজন আটজনের নমুনা পরীক্ষা করে দেখা গেছে কারও করোনা নেই।

রোববার (১৯ এপ্রিল) আইইডিসিআরের সঙ্গে কথা বলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

এ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় নয়জন, গজারিয়ায় আটজন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে সাতজন, শ্রীনগরে চারজন এবং লৌহজং উপজেলায় পাঁচজন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা পরীক্ষার জন্য শনিবার সর্বোচ্চ ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো সিভিল সার্জন অফিসে সংরক্ষণ করার পর আইইডিসিআরে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৯, লৌহজং উপজেলায় পাঁচজন, শ্রীনগরে উপজেলায় পাঁচজন, সিরাজদিখান উপজেলায় ১৪, গজারিয়ায় উপজেলায় ১৭ ও টঙ্গীবাড়ি উপজেলায় ১০ জনের নমুনা রয়েছে।

সিভিল সার্জন বলেন, এ নিয়ে মুন্সিগঞ্জ জেলায় ৩২৩ জনের নমুনা সংগ্রহ করা হলো। এর মধ্যে শনিবার পর্যন্ত পাঠানো ২৫৩ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ। নেগেটিভ ২১০ জনের। আগামীকাল সোমবার ৭০ জনের রিপোর্ট আসার কথা রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।