দরিদ্রদের চাল উত্তোলন করে ৪ বছর ধরে আত্মসাৎ চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০

দীর্ঘ চার বছর ধরে ভুয়া নামে দরিদ্রদের চাল উত্তোলন করে আত্মসাৎ করছেন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ধারায় এ নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আগামী ২ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় প্রকাশিত ‘চার বছর ধরে চাল উত্তোলন হলেও জানেন না কার্ডধারীরা’ শিরোনামের প্রতিবেদনটি আদালতের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদন থেকে জানা যায়, গোস্বামী দুর্গাপুর এলাকার অনেকের নামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ওএমএসের চাল উত্তোলন হলেও কিছুই জানেন না তারা।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান অন্যদের সহযোগিতায় গরিব ও অসহায়দের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে আত্মসাৎ করছেন বলে প্রতিবেদন থেকে জানা যায়। এটি একটি ফৌজদারি অপরাধ। ফলে বিষয়টি তদন্তপূর্বক আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য কুষ্টিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হলো।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আদালতের আদেশের কপি এখনও হাতে পাইনি। হাতে পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৩ এপ্রিল ত্রাণ নেয়ার সময় ছবি না তোলায় দুস্থদের মারধর করেন দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম মোর্শেদ। একই সঙ্গে চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের ঘটনাটি তদন্ত করে আগামী ৩১ মে’র মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

আল-মামুন সাগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।