ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার পেল শিশুরা
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের জন্য উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ উপহারগুলো বিতরণ করে। পাশাপাশি হতদরিদ্রদের মাঝে জিআর চাল বিতরণ করা হয়।
এ উপলক্ষে শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাদা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া শিশুখাদ্য ৮০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। শিশুখাদ্যের মধ্যে ছিল দুধ, চিনি ও সুজি। এছাড়া কয়েক ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৩৩০০ পরিবারের মাঝে ৩৩ টন জিআর প্রকল্পের চাল বিতরণ করা হবে।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ