মুন্সিগঞ্জে বকেয়া বেতনের জন্য ডাইং শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২০ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরিতে শতাধিক শ্রমিক বকেয়া বেতনের জন্য বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছেন। পরে নৌ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুক্তারপুর নৌ পুলশি ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, সোমবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ১০০/১২০ শ্রমিক কারখানাটির ফটকের সামনে বিক্ষোভ করেন। পরে ভাঙচুর চালান এবং কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই কারখানাটির দুটি জানালার গ্লাস ভেঙে ফেলেন শ্রমিকরা। এরপর শ্রমিক ও মালিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতা বৈঠক করে বিষয়টি সমাধান করা হয়।

এক শ্রমিক বলেন, হাতে টাকা না থাকায় খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমাদের টাকার খুব প্রয়োজন।

মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির মালিক মো. এমরান হোসেন খান বলেন, গত ২৪ মার্চ থেকেই মিল বন্ধ রাখা হয়েছে। মিলের প্রায় ৫০০ শ্রমিকের ৩০০ শ্রমিক বাড়ি চলে গেছে। বাকি প্রায় ২০০ শ্রমিক মুক্তারপুর এলাকার বাসায় রয়ে গেছে। দেশের এই পরিস্থিতিতে তাদের মার্চ মাসের বেতন দেয়া সম্ভব হয়নি। নানা কারণে বেতনের কিছু অংশ দিয়েছি। বাকি টাকাও দেয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে এ ঘটনা ঘটানো হলো। চলতি সপ্তাহের মধ্যেই বকেয়া বেতনের টাকা দেয়ার করার চেষ্টা করবো।

তিনি বলেন, পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকে আমাদের লেনদেন হয়। কিন্তু ওই ব্যাংকটি সপ্তাহে একদিন খোলা থাকার কারণে নানা সমস্যা হচ্ছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।