কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২০ এপ্রিল ২০২০

কুষ্টিয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কানাবিলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য ইব্রাহিম খলিল। পথিমধ্যে শহরতলীর কানা বিলের মোড় এলাকার উক্ত স্থানে পৌঁছালে একটি পিকাআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল মামুন সাগর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।