টাঙ্গাইলে আরও একজন করোনায় আক্রান্ত, ৩০ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে নাগরপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের মোট ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি নাগরপুর উপজেলায় মাহমুদনগর ইউনিয়নে। এ নিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত ১০ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। পরে রোববার (১৯ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, এর আগেও উপজেলাটিতে ওই ওষুধ কোম্পানিতে কাজ করা আরেক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা একই সঙ্গে কাজ করলেও আলাদা থাকতেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।