কুমুদিনী হাসপাতালে মারা যাওয়া অন্তঃসত্ত্বার করোনা নেগেটিভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারী করোনায় আক্রান্ত ছিলেন না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, শরীরে রক্তক্ষরণ নিয়ে গত ১৫ এপ্রিল ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অস্ত্রোপচার করা হয়। ১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়।

পরে রাতে তাকে আইসোলেশনে রাখা হয়। ১৮ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

কুমুুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবি এম আলী এহসান বলেন, গাইনি বিভাগের চিকিৎসক ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। পরে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ওই নারীর করোনা শনাক্ত হয়নি। তিনি অন্য কোনো কারণে মারা যেতে পারেন।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।