না.গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে আরেকজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে আরেকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি বলেন, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের এক যুবক (৩৫) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন তিনি। ১৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিভিল সার্জন বলেন, এ ঘটনায় আশপাশের ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন পর্যন্ত ১১৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুইজনের পজিটিভ এবং ১১২ জনের নেগেটিভ ফলাফল আসে।

তিনি বলেন, মঙ্গলবার আরও ২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) পরীক্ষার জন্য পাঠানো হবে। এরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে এসেছেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন তিনি।

মোহা. আব্দুল্লাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।