পাকশীতে ছাত্রলীগ নেতাকে দুর্বৃত্তের গুলি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ এপ্রিল ২০২০

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে উমাইর নূর রায়হান (২২) নামে ছাত্রলীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর কেন্দ্রীয় গোরস্তান সংলগ্ন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। রায়হান পাকশী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশীর নতুন রূপপুরের ফজলুল হকের ছেলে।

পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল বলেন, রাত সাড়ে ৯টার দিকে রায়হান পারিবারিক জরুরি কাজে মোটরসাইকেলযোগে পাকশী পুলিশ ফাঁড়িতে যাচ্ছিল। পথিমধ্যে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হাসানকে সঙ্গে নেয়ার জন্য তার বাড়ির সামনে যায়। সেখানে মোটরসাইকেল থামিয়ে মিরাজকে ফোনে কথার বলার সময় অপর মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে রায়হানকে গুলি করে পালিয়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই বিকাশ চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রায়হান মোটরসাইকেল চালিয়ে ফাঁড়িতে আসে। সেখান থেকে পুলিশের গাড়িতে করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, গুলিবিদ্ধ উমাইর নূর রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে গুলির কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।