সিলেটে করোনাভাইরাস : আক্রান্তের সংখ্যা ২০
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। আর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের শেষে ছাড়পত্র পেয়েছেন ২৯০ জন।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, সিলেট বিভাগে সর্বমোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৯২১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪৯ জন, সুনামগঞ্জে ১২৩৬ জন, হবিগঞ্জে ৯৭০ জন ও মৌলভীবাজারে ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৮৩ জন। পাশাপাশি আরও ১৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
ডা. আনিসুর রহমান আরও বলেন, এ পর্যন্ত সিলেট বিভাগে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু হবিগঞ্জ জেলায় আক্রান্ত ১৪ জন। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিলেট জেলা। এখানে আক্রান্ত রোগীর সংখ্যা চারজন। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় দুজন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। বাকি ১৮ জনের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ছয়জন বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের কেউই পুরোপুরি সুস্থ হননি।
ছামির মাহমুদ/এএম/জেআইএম