চার চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত, লোহাগড়া লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২২ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক এবং এক স্টাফ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও একজন স্টাফের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এখন লোহাগড়ায় তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা চলছে। পাঁচজন আক্রান্তের পর লোহাগড়া উপজেলা লকডাউন করে দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, নড়াইল থেকে ৬৬টি নমুনার মধ্যে ৬৩টির রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ছয়জনের পজিটিভ, ৫৭টি নেগেটিভ। বাকি তিনটি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ এপ্রিল লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পারছাত্রা এলাকার এক যুবক (২৫) নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা ভালো। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ পর্যন্ত জেলায় ছয়জন আক্রান্ত হলেন।

হাফিজুল নিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।