সরকারি চাল কালোবাজারে বিক্রি, ১২ বস্তা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৩০০ কেজি (১২ বস্তা) চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যান। এ সময় বাড়ির মালিক হাসেন মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করা হয়।

আটককৃতরা টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। তবে ভাতকুড়া বাজারে ডিলার এসএম ইব্রাহীমের খাদ্যবান্ধবের ১০ টাকা মূল্যের চালের বিক্রয়কেন্দ্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দুটি বাড়ি থেকে গত শনি ও রোববার রাতে অটোভ্যানযোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করেছেন ওই ডিলার। পাচারের উদ্দেশ্যে ডিলারের সহযোগী হাসেন মিয়ার বাড়িতে সাত বস্তা আর ঠান্ডু মিয়ার বাড়িতে পাঁচ বস্তা চাল রাখা হয়েছে।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদে জানতে পারি বহুরিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ইব্রাহীম কালোবাজারে চাল বিক্রি করছেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আট বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলারসহ আটক দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।