টাঙ্গাইলে করোনায় মৃতদের দাফন করবে ওলামা পরিষদ
টাঙ্গাইলে কেউ করোনারোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার কাফন, জানাজা ও দাফনের জন্য উপজেলা ও জেলা কমিটি গঠন করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ।
বুধবার টাঙ্গাইল শহরের ধুলেরচর মাদরাসায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজীজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ইসলামী শরীয়াহ অনুযায়ী কাফন, জানাজা ও দাফন করার জন্য টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের পক্ষ থেকে জেলার প্রতিটি উপজেলায় সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি ও জেলায় ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সদস্যদের বুধবার সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ওই চিকিৎসকের পক্ষ থেকে নিরাপত্তা সামগ্রীও (পিপিই) দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে এ কমিটিকে জানালে তারা কাফন, জানাজা ও দাফনের কাজ সম্পাদন করবে।
আরিফ উর রহমান টগর/এমএএস/এমকেএইচ