নরসিংদীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:৫১ এএম, ২৩ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনার কড়াল থাবায় আক্রান্ত গোটাবিশ্ব। ভয়ংকর কোভিড-১৯ এর থাবা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। পৃথিবীর এই ক্রান্তিকালে গৃহবন্দি হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ। বন্ধ অফিস-আদালত। কিন্তু বন্ধ নেই আহার। দুর্যোগ মোকাবিলা ও খাদ্য সংকট নিরসনে দুই হাত যেন বাড়িয়ে দিয়েছে প্রকৃতি। মাটি ভেদ করে কৃষকের মাঠে হেসে উঠেছে রবিশস্য। বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়ে বিপাকে পড়েছিলেন নরসিংদীর কৃষকরা। দেখা দেয় শ্রমিকের সংকট। তাই কৃষকদের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

jagonews24

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সদর উপজেলার ধামের ভাওলার হারুন মিয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। ধান মাড়াই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেন।

jagonews24

নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর। তখন আমরা তাৎক্ষণিক ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী গিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেই। এতে কৃষক হারুন মিয়ার মুখে আমরা তৃপ্তির হাসি দেখিছি।

মিন্টু আরও বলেন, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নরসিংদীর পাঁচটি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেব।

jagonews24

ধান কাটার সময় আরও ছিলেন- নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলীসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

সঞ্জিত সাহা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।