মৌলভীবাজারে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৩ এপ্রিল ২০২০

মৌলভীবাজারে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হলো। বুধবার (২২ এপ্রিল) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে দুইজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে তারা কোন এলাকার তা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তাদেরকে আইসোলেশনে নেয়া হবে এবং যারা তাদের কাছাকাছি এসেছিলেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে ।

এর আগে মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। যাদের মরদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর জানা যায় তারা করোনায় আক্রান্ত ছিলেন।

রিপন দে/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।