লকডাউন না মানায় ১ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীর বাউফল উপজেলায় লকডাউন না মেনে বাইরে ঘোরাঘুরি ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৪১ জনকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বাউফল পৌর শহর ও কালাইয়া বন্দরে ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করেন ইউএনও জাকির হোসেন।
পাশাপাশি অযথা বাইরে ঘোরাঘুরি করায় উপজেলার আদাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে নয়জনকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালী। পরে তাদের জরিমানা করা হয়। আটক ৪২ জনকে এক লাখ ১১ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, জেলা প্রশাসক ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ