চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:২০ পিএম, ২৩ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মিস্টার রাঢ়ী নামে এক যুবককে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত মিস্টার রাঢ়ী হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের হাকিম রাঢ়ীর ছেলে।

পুলিশ জানায়, মিস্টার রাঢ়ীর মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

ইকরাম চৌধুরী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।