ভোলায় প্রথম দুইজনের করোনাভাইরাস শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ভোলায় প্রথমবারের মত দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ও আরেকজন মনপুরা উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেন ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক কন্যাশিশুর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা খবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষা করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অপরদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছরের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই যুবক গত ৫/৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষার পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের পরিবার ও তাদের বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। ওই দুই উপজেলা লকডাউনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।