ভোলায় ৮ হাজার পরিবারের রোজা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা রেখেছে ভোলার ছয় উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাফিল দরবার শরীফের অনুসারী ৮ হাজার পরিবার।

বোরহানউদ্দিনের সাতকানিয়া মির্জাফিল দরবার শরীফের অনুসারী আব্দুর রহীম মাস্টার জাগো নিউজকে বলেন, আমরা প্রতি বছরের মত মক্কা-মদিনার সঙ্গে মিল রেখে আজ শুক্রবার থেকে রোজা রেখেছি। মক্কা-মদিনায় আজ থেকে রোজা শুরু তাই আমদেরও আজ থেকে রোজা শুরু হয়েছে। মক্কা-মদিনায় যেদিন থেকে ঈদ হবে সেদিন আমরাও ঈদ উদযাপন করবো।

তিনি আরও জানান, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় সাতকানিয়া মির্জাফিল দরবার শরীফ ও সুরেশ্বরী দরবার শরীফের প্রায় ৮ হাজার অনুসারী প্রাচীনকাল থেকেই মক্কা-মদিনার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।