ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মহসিন মল্লিক (৫১) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মহসিন মল্লিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি রূপপুর নলগাড়ি গ্রামের মৃত মোতাহার হোসেন মল্লিকের ছেলে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তী জানান, সকালে কাজ শেষ করে ওই শ্রমিক মোটরসাইকেলে বিবিসি বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আওতাপাড়ার দিক থেকে আসা একটি ট্রাক মোড়ের ওপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহন হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।