নরসিংদীতে করোনাভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরলেন ২০ জন
নরসিংদীতে করোনাভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরলেন ২০ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন তারা। এদের মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী।
পাশাপাশি নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের (৪৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এর মধ্য ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে জেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার ছয়দিন পর আবারও আক্রান্ত হয়েছেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বৃহস্পতিবার রাতে মারা যাওয়া ব্যক্তি নরসিংদী সদরের ভাগদী মহল্লার বাসিন্দা ছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে নরসিংদী হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৫ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এমএন মিজানুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জন স্বাস্থ্যকর্মী। ১০ দিন আইসোলেশনে থাকা ওই ১৭ ব্যক্তির দুই দফায় নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হয়। এর আগে আরও তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
তবে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১৬ এপ্রিল বাড়ি ফেরেন। ছয়দিন পর তার শরীরে আবারও করোনাভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী।
সঞ্জিত সাহা/এএম/এমকেএইচ