নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২০

নওগাঁয় শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা যুবলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকালে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের কাটখৈর মাঠে কৃষক রহিম উদ্দীন ও আবুল কাজীর প্রায় এক একর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন জেলা যুবলীগের প্রায় ৩৫ জন নেতাকর্মী।

করোনা ভাইরাসে জেলায় জেলায় লকডাউনের কারণে যোগাযোগ প্রায় বন্ধ করা হয়েছে। কবে মুক্তি মিলবে এ বন্দিদশা থেকে তা কেউ জানে না। এরইমধ্যে ইরি-বোরো ধান পাকতে শুরু করেছে। লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। ফলে ধান কাটা-মাড়াইয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাইরের জেলা থেকে হাতে গোনা কয়েকজন শ্রমিক এলেও মজুরি চড়া।

jagonews24

জেলা যুবলীগ সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২১ সদস্যের টিম এবং জেলা শাখায় ১০ সদস্য বিশিষ্ট টিম করা হয়েছে। তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক যারা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না সেই সকল কৃষকদের বাছাইয়ের কাজ ইতিমধ্যে যুবলীগের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সম্পন্ন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ওই সকল প্রান্তিক কৃষকদের মাঠে গিয়ে ধান কেটে মাড়াই শেষে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা যুবলীগ।

নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, একজন কৃষক কত কষ্ট করে ধান কাটে এবং রক্তকে ঘাম বানিয়ে ধানগুলোকে আগলে রেখে আমাদের অন্ন জোগান দেয়। এসি ঘরে বসে তা হয়ত জানা সম্ভব না। তাই কৃষকের কষ্ট বোঝার জন্য হলেও একবার করে প্রত্যেকের ধান কাটা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শামিম, প্রিন্সসহ আওয়ামী ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আব্বাস আলী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।