রাজারবাগ থেকে পালিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্য এখন সিরাজগঞ্জে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনা পজিটিভ ঢাকার উত্তরা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১২) এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পালিয়ে এসে উল্লাপাড়া হাসপাতালের আইসোলেসন বিভাগে ভর্তি হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। পালিয়ে আসা পুলিশ সদস্য রাকিবুল হোসেন জেলার সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সলঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জেড তাজুল হুদা পালিয়ে আসা পুলিশ সদস্যের বরাদ দিয়ে জানান, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা পজিটিভ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১২ সদস্য রাকিবুল হোসেন গত ২০ এপ্রিল করোনা লক্ষণ নিয় হাসপাতালে গেলে তাকে পরীক্ষা করা হয়।

২১ এপ্রিল তার রিপোর্ট করোনা পজিটিভ ধরা পরলে তাকে ওই হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সকলের অগোচরে ২৩ এপ্রিল সেখান থেকে পালিয়ে রাতে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে এলে সকলে তাকে বাড়িতে প্রবেশে বাধা দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই বাড়ি লকডাউন করে দেয় এবং তাকে হাসপাতালে পুনরায় ভর্তি হতে বলেন। ওইদিন রাত দেড়টার দিকে ওই পুলিশ সদস্য উল্লাপাড়া পুর্ণিমাগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেসন বিভাগে ভর্তি হন।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া পুর্ণিমাগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, যেহেতু নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ তালিকাভুক্ত রোগী তাই কিছুটা সময় নিয়ে নতুন করে ভর্তির দিন থেকে ৭দিন পর আবারও নমুনা সংগ্রহ করা হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। দেখে তাকে স্বাভাবিক ও সুস্থ মনে হলেও কেন তিনি পালিয়ে এলেন তা বোধগম্য নয়।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনা শুক্রবার সন্ধ্যায় সকলে জানতে পারায় ঢাকা থেকে ওই পুলিশ সদস্য কিভাবে পালিয়ে এলেন এবং কাদের সংস্পর্শে এসেছেন এ বিষয়গুলো সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।