মৌলভীবাজারে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:২১ এএম, ২৫ এপ্রিল ২০২০

মৌলভীবাজারে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই দুই করোনা রোগী শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজনের বাসা শ্রীমঙ্গলে এবং অপরজন রাজনগর উপজেলার। আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ২১, আরেকজনের বয়স ৪০ বছর।

এর আগে মৌলভীবাজারে চারজনের করোনা ধরা পড়ে। যার মধ্যে দুইজন মারা যাওয়ার পর তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পাওয়া যায়। অন্য দুইজন চিকিৎসাধীন আছেন।

রিপদ দে/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।