লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন করোনা আক্রান্ত
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের একজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন।
তিনি জানান, জেলায় মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছিল। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসকসহ ৬ জনের করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ৭ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলাচলের আহ্বান জানিয়েছেন।
হাফিজুল নিলু/এফএ/এমএস