মৌলভীবাজারে করোনাভাইরাসের মধ্যেই ডেঙ্গুর হানা
মৌলভীবাজারে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ডেঙ্গু হানা দিয়েছে। গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যাংকার করোনায় আক্রান্ত হওয়ার মাঝেই এবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেল।
এ নিয়ে এবার জেলায় প্রথম কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলেন। আক্রান্ত রোগীর বাড়ি শ্রীমঙ্গলে। করোনা আতঙ্কের মাঝে ডেঙ্গু রোগী ধরা পড়ায় শ্রীমঙ্গলজুড়ে ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হলো।
আক্রান্ত তারেক শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা। অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। সপ্তাহ পেরিয়েও জ্বর ভালো না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারেক। সেখানে ডেঙ্গু ধরা পড়ে তার।
জানা গেছে, কয়েকদিন আগে জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জ্বরের তীব্রতা ও উপসর্গ দেখে হাসপাতাল কতৃর্পক্ষ পরীক্ষা করে শনিবার তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পান। শ্রীমঙ্গল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক হরিপদ রায় বলেন, করোনা আতঙ্কের মধ্যে ডেঙ্গুর খবর উদ্বেগের কারণ হয়ে দেখা দিতে পারে। বর্ষা শুরুর আগেই এ বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সম্প্রতি আক্রান্ত ব্যক্তিটি জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার জ্বর পরীক্ষা করে ডেঙ্গুর বিষয় নিশ্চিত হই। ডেঙ্গু আক্রান্ত তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।
রিপন দে/এএম/জেআইএম