নাসিরনগরে পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৫ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় আমিনুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচিউড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে দুপক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ থামাতে গেলে আমিনুল ইসলামের নির্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত অর্ধশত আহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক খন্দকার বাদি হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আমিনুলকে রোববার (২৬ এপ্রিল) আদালতে তোলা হবে।

আজিজুল সঞ্চয়/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।