নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি-বয় করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অপারেশন থিয়েটার সহকারী (ওটি-বয়) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ওই ওটি-বয়ের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তবে তিনি কীভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, ১৮ এপ্রিল ওটি-বয়ের (৩৫) নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তাকে এখন আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, রোববার দুপুর পর্যন্ত আমাদের হাতে আসা রিপোর্টগুলোর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।