করোনার লক্ষণ নিয়ে এক যুবকের মৃত্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০

ঝিনাইদ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার শৈলকুপা উপজেলায়।

শনিবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

jagonews24

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, জ্বর, সর্দি-কাশি নিয়ে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। পরে গভীর রাতে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সেখানে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসার পরই নিশ্চিত হওয়া যাবে করোনায় তার মৃত্যু হয়েছে কিনা।

jagonews24

এদিকে ইসলামিক ফাউন্ডেশন, শৈলকুপার সহযোগিতায় দুপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত যুবকের মরদেহ দাফনকার্য সম্পন্ন করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।