জীবননগরে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মারা যাওয়া সাবিনা খাতুন করোনায় আক্রান্ত ছিলেন না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। রোববার দুপুরে রিপোর্ট পৌঁছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে মৃতের বাড়ির সব সদস্য, মরদেহ দাফন ও জানাজার অংশ নেয়া লোকজনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

এর আগে সর্দি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাতে উপজেলার উথলী গ্রামের বাজার ফুটবল মাঠ পাড়ায় নিজ বাড়িতে মারা যান ওই নারী। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য দফতর। একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

ওই নারী মৃত্যুর ৫ দিন আগে যশোর পিতার বাড়িতে থেকে ফিরে অসুস্থ হন। তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

সালাউদ্দীন কাজল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।