দোকান বন্ধ করতে যাওয়া পুলিশকে ব্যবসায়ীদের ধাওয়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ ও একজন দোকানদারকে আটকের ঘটনায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় রুহুল আমিন নামে একজন কন্সটেবলকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ শে এপ্রিল) নতুন হাট মোড়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনেক দোকান খোলা রাখায় টহল পুলিশের ৩ জন সদস্য দোকান বন্ধের জন্য আহ্বান জানান। এ সময় কসমেটিক্সের দোকানদার শান্তকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ শান্তকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, নিয়ম মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে পুলিশ সদস্যরা দোকানদারদের অনুরোধ জানালে তারা অযথা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে নতুনহাট মোড়ের ব্যবসায়ীদের দাবি পুলিশ দোকানদারদের মারধরের পরই তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। সকাল সাড়ে ১০টায় এ ঘটনার পরপর এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।