ঢাকা থেকে নীলফামারী গিয়ে করোনায় আক্রান্ত দুই গার্মেন্টসকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০

নীলফামারীতে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে নীলফামারী গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা।

আক্রান্তরা চাচাতো ভাই-বোন এবং ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা তারা।

করোনা পজিটিভ রিপোর্ট আসায় তাদেরকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ও আশেপাশের চার বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জলঢাকা উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা তিনজন। এর আগে ১৩ এপ্রিল উপজেলার ধর্মপাল ইউনিয়নের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন।

সবমিলে নীলফামারী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মো. রেজওয়ানুল কবীর।

জলঢাকা স্বাস্থ্য বিভাগ জানায়, গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামে ঢাকাফেরত তিন নারী ও এক পুরুষের ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় পোশাককর্মী চাচাতো ভাই-বোন করোনায় আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পজিটিভ আসায় তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন পাঠানো হয়েছে। বাকি দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জাহিদুল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।