তথ্য প্রযুক্তির সাহায্যে করোনা আক্রান্ত যুবককে আটক করল পুলিশ
করোনাভাইরাস আক্রান্ত এক যুবক নওগাঁ শহরে ঘোরাঘুরি করায় তাকে আটক করে গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের লিটন ব্রিজের উপর থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি জেলার রানীনগর উপজেলার বিল পালশা গ্রামে। এসময় ওই যুবক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরা ছিলেন।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মঙ্গলবার রাতে ওই যুবকের স্ত্রী গ্রামের বাড়িতে সন্তান জন্ম দেন। সন্তানের নিউমোনিয়া হওয়ায় বুধবার সকালে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করান। কিন্তু বুধবার সকালে করোনার প্রতিবেদন পাওয়ার পর জানা যায় ওই যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরে পুলিশসহ প্রশাসনিকভাবে তার খোঁজখবর নেয়া হয়।
কিন্তু তাকে বাড়িতে না পাওয়ায় বিষয়টি জানতে পেরে পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়। পরে খবর পেয়ে তার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে তথ্য প্রযুক্তির সাহায্যে শহরের লিটন ব্রিজ থেকে আটক করা হয়। পরে তার নিরাপত্তা নিশ্চিত করে সরকারি অ্যাম্বুলেন্সে তার নিজ বাড়ি পাঠানো হয়।
নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, বর্তমানে ওই যুবককে তার গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার সংস্পর্শে যারা আসছেন তাদেরও তথ্য নেয়ার কাজ চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আব্বাস আলী/এমএএস/এমএস