কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে কথা বলা নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৯ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নীলফামারীর ডোমারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুমন ইসলাম (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি এলাকায় এ সংঘর্ষ হয়। সুমন ওই এলাকার হারুন-অর রশীদের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন ইসলামের মৃত্যু হয়। বুধবার দুপুরে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে ঢাকা থেকে আসা চারজনকে উত্তর গোমনাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন বিকেলে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা টয়লেটে যাওয়ার জন্য স্কুলের বাইরে এলে মালেক নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। সেটি দেখে ফেলেন রাকিব (২০) নামের এক যুবক।

তিনি মালেককে বলেন, তুই কোয়ারেন্টাইনে থাকা লোকদের কাছে গিয়েছিস। তুই আমাদের এলাকায় আসতে পারবি না।

এতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় সুমন তাদের ঝগড়া করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের ক্যাম্পপাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে রাকিব ইসলাম (২০) একটি গাছের ডাল দিয়ে সুমনের ঘাড়ে আঘাত করেন। এতে সুমন মাটিতে পড়ে যায়।

এলাকাবাসী সুমনকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা হবে।

জাহেদুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।