চাঁদপুরের হাজীগঞ্জ ইউএনও করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া হাজীগঞ্জ উপজেলার আরেকজনসহ জেলার মোট দুজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত ইএনও তার নিজ বাসভবনে থেকে চিকিৎসা সেবা নেবেন। তার অফিস রুম ও বাসভবন লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা ১২ জনের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, চাঁদপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জন। এর মধ্যে দুজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৮ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

ইকরাম চৌধুরী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।