মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশনে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে সকালে ওই নারীর শরীরের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু হলো।

মৃত নারী মানিকগঞ্জ শহরের বেউথা এলাকার বাসিন্দা। তিনি জেলা ডায়াবেটিস হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেনের শাশুড়ি।

আকরাম হোসেন জানান, তার শাশুড়ি ডায়াবেটিসসসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে চিকিৎসকরা আইসোলেশনে রাখেন। বিকেল ৪টায় তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। মৃত্যুর পর পৌরসভার মেয়রের মাধ্যমে প্রশাসনের ব্যবস্থাপনায় বেউথা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় স্বামী-স্ত্রীসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের সেওতা এলাকার দুজন, ঘিওরের বড়টিয়া ইউনিয়নের একজন এবং শিবালয়ের উলাইল ইউনিয়নে একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে। জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য জানান।

বি.এম খোরশেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।