২৪ ঘণ্টার ব্যবধানে পাবনায় ৮ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:১১ এএম, ৩০ এপ্রিল ২০২০

পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ও আতাইকুলার চৈত্রহাটি গ্রামে নতুন করে বুধবার দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ এবং অপরজন ফরিদপুর থেকে এসেছেন।

জেলার পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১০ জন।

গত মঙ্গলবার ৬ জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন- পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব), পাবনা শহরের একজন ও ভাঙ্গুড়া উপজেলার দুইজন (তারা স্বামী -স্ত্রী।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বুধবার দুইজনের করোনা শনাক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে।

এর আগে গত ১৬ ও ১৮ এপ্রিল জেলার চাটমোহর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা দুইজনের করোনা শনাক্ত হয়। ১২ দিনের ব্যবধানে জেলায় ১০ জন করোনা আক্রান্ত হলো।

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, পাবনায় বুধবার পর্যন্ত ২৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৪ জনের রিপোর্ট পাওয়া যায় এবং এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

আকতার জামান/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।