মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশনে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মন্ডল (৫৫) ও ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫)।

ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে স্বপন কুমার মন্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। করোনার উপসর্গ থাকায় তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তারা মারা যান।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে স্বপনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তবে মাজেদের মরদেহ দুপুর পর্যন্ত কেউ নিতে আসেননি। তার মরদেহ হাসপাতালেই রয়েছে।

বিএম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।