কালিয়ায় দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০১ মে ২০২০

চাল আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় নড়াইলের কালিয়ায় পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান মো. জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে নড়াইলের ডিবি পুলিশ। শুক্রবার সকালে তাকে তার নিজ বাড়ি উপজেলার খড়রিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগপত্রে জানা যায়, পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা জানুয়ারি/২০১৯ মাস থেকে এপ্রিল/২০২০ পর্যন্ত ১৬ মাসে ৪০ টন (৮০০ কেজি) সরকারি চাল দুর্নীতি বা বেআইনি পন্থায় আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

ওই ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মো. মতিয়ার রহমান গত ১৮ এপ্রিল কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে প্রেরণ করে। দুদক গত ২১ এপ্রিল ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা পাঠায়।

শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইলের ডিবি পুলিশের এএসআই আনিচুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। উল্লেখ্য পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে আগেই বহিষ্কার করা হয়েছিল।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।

নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন নিশ্চিত করে বলেছেন, পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে আদলাতে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।