কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০১ মে ২০২০

বোরো ধান কাটার ভরা মৌসুম শুরু হয়েছে। দেশব্যাপি ধানকাটা শ্রমিক সংকট চলছে। পাবনাতেও দেখা দিয়েছে এ সংকট। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে পাবনার ছাত্রলীগ।

সাধারণ মানুষের পাশে থাকতে চায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের কর্মীরা। আর এ সংকট উত্তোরণের জন্য কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে পাবনা জেলা ছাত্রলীগের কর্মীরা।

pabna

জেলার বেশি ধান উৎপাদনকারী উপজেলার মধ্যে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সুজানগর ও পাবনা সদর উপজেলার দোগাছি ও ভাড়ালা ইউনিয়ন। গত বছর থেকেই ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয় জেলাতে। এখনও রয়েছে এ সংকট। আর এ সংকট উত্তোরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাবনা জেলা ছাত্রলীগের একঝাঁক তরুণ।

pabna

এদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি শিবলী সাদিক, বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আলী ও সাংগঠনিক সম্পাদক রাকিব বিশ্বস।

pabna

গত ৩ দিনে পাবনা সদর উপজেলার দোগাছি উইনিয়নের রাজাপুর গ্রামের করিম শেখের দুই বিঘা জায়গার ক্ষেতের বোরো ধান কেটে মাড়াই করে কৃষকের আঙ্গিনায় পৌঁছে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

এ কাজের জন্য কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করেননি তারা। বিনা পারিশ্রমিকে প্রায় অর্ধশত তরুণ এ ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।

pabna

পাবনা জেলা ছাত্রলীগের ফেসবুক পেজের মাধ্যমে সাধারণ কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

pabna

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলীর জানান, এবার পাবনা জেলাতে ৫১ হাজার তিনশ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ইতোমধ্যে কিছু কিছু জমির ধান কাটা শুরু হলেও সরকারিভাবে ২০ মে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে।

একে জামান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।